Close

নতুন নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেল ‘বি কে নিউজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল রূপে আবির্ভূত হল ‘বি কে নিউজ’।
চ্যানেলের কর্ণধার মৃত্যুঞ্জয় রায় জানিয়েছেন, “প্রকৃত খবর জানতে ও শুনতে হলে অবশ্যই দেখতে হবে ‘বি কে নিউজ’।”

সংবাদমাধ্যমের দুনিয়ায় নতুন শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘোষণার সময় প্রেস ক্লাব কোলকাতায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার সহ প্রযোজক কুনাল শাহ, প্রযোজিকা ও নির্দেশিকা শিউলি গোমস, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পেইন্টার দিবাকর চক্রবর্তী, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, হস্তরেখাবিদ নীলাদ্রিনারায়ণ বসু, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, ফ্যাশন ডিজাইনার নীতু শাহ, দৈনিক বাংলা ‘স্টেটসম্যান’ পত্রিকার সম্পাদক শেখর সেনগুপ্ত, আইনজীবী অনিল দাস, ব্যবসায়ী প্রবীর দলুই, মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top