নজরুলের গানে নারীদের জাগরণের বার্তা নিয়ে সুস্মিতা আনিস এবং অর্ণবAuthorPosted byramizPublishedNovember 20, 20203:59 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxনজরুলের গানে নারীদের জাগরণের বার্তা নিয়ে সুস্মিতা আনিস এবং অর্ণবTwitterFacebookLinkedInPosted by ramiz on November 20, 2020. নিজস্ব প্রতিনিধি :“জাগো নারী জাগো বহ্নি-শিখা” কাজী নজরুল ইসলামের এই জাগরণের গান নতুন আঙ্গিকে নিয়ে আসলেন বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস।নারীমুক্তির চিন্তা,সমাজে তাদের সম্মান,তাদের অবদানকে মাথায় রেখেই এই গানের উদ্যোগ নেন সুস্মিতা।অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগাবে এই গান।এই গানে সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশের বিশিষ্ট গায়ক অর্ণব।এই বিষয়ে অর্ণব বললেন,”এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম।আমি নিজের মতো করে সংগীত আয়োজন করেছি।আশা করি শ্রোতাদের ভালো লাগবে।” এই মিউজিক ভিডিওতে আছে খুব সুন্দর ভাবে নাচের ব্যবহার।বিশিষ্ট অভিনেত্রী রিদয় শেখ এর নৃত্যে ধরা পড়ল নারীদের নিজেদের অধিকার নিয়ে গর্জে ওঠার নানা মুহূর্ত। সুস্মিতা আনিস বললেন,” চারিদিকে মহিলাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ হল এই গান।নজরুলের গান উদ্বুদ্ধ করে,অনুপ্রেরণা যোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার।এই গান নারীশক্তির এক হয়ে অশুভের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক উদ্যোগ।”সম্প্রতি গানটি রিলিজ হল সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে । Post Views: 866 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...
বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে বিশেষ মিউজিক ভিডিওতে সুইডেনের ক্যামেরাম্যানের অসাধারণ কাজ