Close

দেশ জুড়ে ব্যাপক সাড়া এস. সি. কমিউনিকেশনের সিঁদূরখেলায় হইচই

গোপাল দেবনাথ : কলকাতা, ৩১ অক্টোবর ২০২১। হিন্দু বিবাহিত নারীর জীবনে সিঁদুর এর ভূমিকা অপরিসীম। বিয়ের দিনে স্বামীর হাত থেকে পাওয়া সিঁথি তে এক চিলতে সিঁদূর বিবাহিত জীবনে স্বামীর বিবাহের স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়। নারীদের জীবনে সিঁদূর যে কি মাহাত্ম্য বহন করে সেটা প্রত্যেক বিবাহিত নারীরা খুব ভালো করে  জানেন।  গত বছর থেকে শুরু হওয়া করোনা অতিমারীর কারণে সিঁদূরখেলা দুর্গাপুজোর দশমীর দিনে হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেছে। পূজো মণ্ডপে বন্ধ গেলেও অনলাইন এ  সিঁদূরখেলার ছবি পাঠাতে বাধা নেই। আজ রবিবার দক্ষিণ কলকাতায় এই সিঁদূরখেলা নিয়ে অনবদ্য প্রয়াস এস. সি. কমিউনিকেশনের।

চতুর্থ বছরের এই প্রয়াসে শুধু কলকাতাই নয়, বাংলার বিভিন্ন জেলা, দেশের বহু রাজ্যের সাথে রাজ্য সুদূর মুম্বাই ,ব্যাঙ্গালোর থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। এস.সি.কমিউনিকেশনের তরফে সঙ্গীতা চক্রবর্ত্তী জনিয়েছেন, এবার সবমিলিয়ে প্রায় ৪০ হাজার সেলফি এবং ৫০ হাজারেরও বেশি গ্রুফি পেয়েছি এই জনপ্রিয় সিঁদূরখেলায় হইচই প্রতিযোগিতায়। এই প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত সেরা দশ সুন্দরীকে এক মনোজ্ঞ অনুষ্ঠানে পুরস্কৃত করলো আলতা ও সিঁদূর এর জগতে ৫০ বছর ধরে জনপ্রিয় ব্র্যান্ড খুকুমনি ও এস.সি.কমিউনিকেশন ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top