Close

ঝুমকি সেন-এর পুজোর গান প্রকাশ

আনন্দ সংবাদ লাইভ :দিন যতো এগোচ্ছে সঙ্গীত জগতে ততই যেনো নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন ঝুমকি সেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন দারপ্রান্তে ।আর এই উৎসবকে সামনে রেখেই সম্প্রতি নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম হলে প্রকাশিত হল ঝুমকি সেনের পুজোর গানের দুটি ভিডিও সংকলন- “শারদ আকাশ ভরলো আলোয়“।

গান দুটির কথা শুভ দাশগুপ্ত ও সুর শ্রী কল্যাণ সেন বরাট।গান দুটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে এই দুই ব্যক্তিত্ব ছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও মেয়র পারিষদ দেবাশিস কুমার । প্রদীপ প্রজ্জ্বলন, অতিথি আপ্যায়নের পর তাদের হাত দিয়েই প্রকাশিত হল এই ভিডিও অ্যালবামের। পরে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনও করেন ঝুমকি সেন

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top