Close

গ্রামের প্রান্তিক মানুষদের উদ্যোগে ৩৬ বছর ধরে হয়ে আসছে দুর্গাপূজা

নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ২৪ পরগনা জেলার দঃ গঙ্গাধরপুর অঞ্চলে দূর্গানগর কাঞ্চনতলায় দূর্গানগর কাঞ্চনতলা গ্রামবাসীবৃন্দের পরিচালনায় ৩৬তম সার্বজনীন দুর্গোৎসব চলছে।পুজোর পাশপাশি প্রতিদিন বসছে তর্জাগান,পুতুলনাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

নবমীর দিন তিন হাজার মানুষের অন্নভোগ দেওয়া হয়।পাশপাশি বস্ত্র বিতরণ ও চারাগাছ বিতরিত হয়।আগামীকাল অর্থাৎ বিজয়ার দিন রক্তদান শিবিরের আয়োজন হয়েছে।পুজো উদ্যোক্তারা জানালেন,”আমরা ৩৬ বছর ধরে নিজেদের উদ্যোগে খুব কষ্ট করে পুজোর আয়োজন করে আসছি।আমাদের ক্লাবের সমস্ত সদস্যরাই খেটে খাওয়া প্রান্তিক মানুষ কিন্তু নিজেদের প্রচেষ্টায় নিয়মিত পুজো করে আসছি।এই তিন বছর সরকারি সাহায্য পাচ্ছি।পুজোর পাশাপাশি আমরা প্রতিবছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি।সাংস্কৃতিক অনুষ্ঠান,গাজনগান,তর্জাগান,খেলার আয়োজন করে থাকি।”


এই পুজোর দুই পুরোহিত গোরাচাঁদ চক্রবর্তী ও মধুসূদন চক্রবর্তী ৩৬ বছর এই পুজোর সাথে যুক্ত,তাঁরাও তাদের স্মৃতিচারণা করলেন।এবছরের পুজোর প্রতিমা ভাবনা পুজো কমিটির সদস্যদেরই।প্রতিমা শিল্পী নির্মাণ করেছেন উত্তম জানা।প্রতিমা দাতা কলকাতা নিবাসী হরিদাস সরকার।নবমীর দিন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন সম্পাদক কর্ণধর হালদার,সভাপতি রাজকুমার দাস, কোষাধ্যক্ষ রঞ্জন হালদার, হিসেব রক্ষক নিলাময় হালদার,সহ সম্পাদক অমল হালদার,সহ সভাপতি দুলাল হালদার, স্পোর্টস সেক্রেটারি প্রসেনজিৎ হালদার প্রমুখ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top