Close

ঋতুপর্ণা এবার পরীর ভূমিকায়

✍️By Ramiz Ali Ahmed

নতুন বাংলা ছবি “পরী এলো পৃথিবীতে”-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল কলকাতার একটি অভিজাত হোটেলে।ছবিটির পরিচালানা করবেন যৌথ ভাবে সুজিত গুহ ও প্রিয়াঙ্কা ঘোষ।

ছবিটির প্রযোজনাও করছেন প্রিয়াঙ্কা ঘোষ।ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন টলিউডের রানী ঋতুপর্ণা সেনগুপ্ত।এছাড়াও অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়,লিলি চক্রবর্তী,রাজেশ শর্মা,সুমন মুখোপাধ্যায়,লাবনী সরকার,সুমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ।এই ছবিতেই ডেবিউ ঘটবে নবাগত প্রতীক-এর।

ছবির প্রযোজক ও পরিচালক প্রিয়াঙ্কা ঘোষ বললেন,”বাংলা ছবিতে আমরা অনেক প্রেমের গল্প দেখি, মারপিঠের ছবি দেখি যেগুলো আমাদের এতদিন ধরে এন্টারটেইন করে গেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে।কিন্তু এটা একদম অন্য ধরনের সিনেমা।পরি এলো পৃথিবীতে নামটা শুনেই বুঝতে পারছেন অন্য জগৎ থেকে পরি পৃথিবীতে এসেছে।এরপর দেখতে পাবো কি কি সেই পরি করতে পারে বা পৃথিবীকে কিভাবে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারে।এটা শুধুমাত্র রূপকথার গল্প ভাববেন না।আমাদের প্রত্যেকের জীবনে গাইডেড অ্যানজেলরা থাকেন।আমি তাঁদেরকে ডেডিকেটেড করে এই ছবিটা বানাচ্ছি।এখানে গাইডেড অ্যানজেলের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখতে পাবো।একদম হিরোইন ওরিয়েন্টেড গল্প।দিদি(ঋতুপর্ণা সেনগুপ্ত)কে একদম অন্য ভূমিকায় দেখতে পাবো।”

ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন,”আমি মনে করি পরিরা আছেন।কে না চায় পরীর চরিত্রে অভিনয় করতে!আমি পরীর চরিত্রে অফার পেয়ে দারুন আনন্দিত।”

ছবির সঙ্গীত পরিচালনা করবেন সমিধ মুখোপাধ্যায় ও উরভি মুখোপাধ্যায়।ছবিতে চারটে গান থাকার কথা আছে।ছবির আবহ সঙ্গীতও করবেন সমিধ ও উরভি।ছবির শুটিং আগস্ট থেকে শুরু হবার কথা।

সাংবাদিক সম্মেলনের আরো কিছু এক্সক্লুসিভ মুহূর্ত

Leave a Reply

0 Comments
scroll to top