Close

ইয়াস বিধ্বস্ত দুর্গত মানুষের পাশে

নিজস্ব প্রতিনিধি:বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার গোসাবা ব্লকের কচুখালি অঞ্চলে ইয়াস বিধ্বস্ত তিন শতাধিক দুর্গত পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতিনিধি দল।
উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ সদস্যা মাননীয়া লতা হাউলি, গোসাবা ব্লকের শিক্ষক সুকুমার হাউলি, বিনয় মন্ডল, মহীতোষ দাস ও দেবাশিষ মিস্ত্রী।
শিক্ষক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রীতম কুমার হালদার,দেবাশীষ মাইতি,সুদীপ কুমার হালদার,নারায়ণ বৈদ্য,অসিত বরণ ময়রা,দেবব্রত নায়েক,তপন মন্ডল,অরুণ বৈদ্য,প্রদীপ কুমার হালদার,সুশান্ত মন্ডল,দীপক কুমার দাস।
প্রধানত গোসাবা, কুল্পী,মন্দির বাজার ও মথুরাপুর-২ ব্লকের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এবং ভারতীয় বায়ু সেনার অবসরপ্রাপ্ত চার কর্মী সবুজ সেনগুপ্ত,অনিমেষ গুড়ে,বিধান দেবনাথ ও অমর চক্রবর্তীর সাহায্যে শিক্ষক প্রতিনিধি দল এই কর্মকান্ডে সামিল হন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top