আনন্দ সংবাদ লাইভ:আর কয়েকটা দিন পর থেকে শুরু হচ্ছে আনলক-৪। এর আগেই একগুচ্ছ বিধিনিষেধ শিথিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রালয়। এবার কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া রাজ্যের কোথাও লকডাউন জারি করা যাবে না। কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে। অনুমতি পেলে তবেই কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণা করতে পারবে কোনও রাজ্য। এরফলে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আগামী সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ যে লকডাউনের ঘোষণা করা হয়েছে তা ঘিরে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, আনলক ৪-এ শুধুমাত্র কনটেনমেন্ট জোন চালু থাকবে। বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল।তবে ২১ সেপ্টেম্বরের পর থেকে বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। যেমন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকলেও ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবকদের লিখিত অনুমতি সাপেক্ষে স্বেচ্ছায় স্কুলে যেতে ছাড় দেওয়া হয়েছে। তবে কনটেনমেন্ট জোনের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে না। সামাজিক, শিক্ষামূলক খেলায় ছাড় মিলবে ২১ সেপ্টেম্বরের পর থেকে। ওইদিন থেকে ওপেন এয়ার থিয়েটারে ছাড় দেওয়া হচ্ছে।এছাড়াও রাজনৈতিক সভা, ধর্মীয় অনুষ্ঠানেও ছাড় দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ১০০ জনের বেশী রাজনৈতিক কর্মসূচীতে থাকতে পারবে না। ইতিমধ্যে প্রতিরাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে আনলক ৪-এর নিয়মকানুন জানিয়ে দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক।
আনলক ৪-এ নতুন গাইডলাইন
- AuthorPosted byramiz
- Published
- Share this postClose sharing box
- আনলক ৪-এ নতুন গাইডলাইন
Posted by ramiz on August 29, 2020.