নিজস্ব প্রতিনিধি – আকিলপুর মনসামাতা ক্লাবের উদ্যোগে আকিলপুর চুয়াডাঙ্গা ফুটবল মাঠে তিনদিন ব্যাপী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক উৎসব ও মেলা হয়ে গেল। ১লা মার্চ হয় আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন সন্ধ্যায় পূর্ণিমা মান্ডির অর্কেস্ট্রা সঙ্গীতের মূর্ছনা সৃষ্টি করে।২রা ও ৩রা মার্চ আট দলীয় ক্ষমাময়ী দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় ধনিয়াখালি ইয়ং এসোসিয়েশন এবং বিজিত হয় ধনিয়াখালি ইউথ ব্রিগেড।২রা মার্চ সন্ধ্যায় বাউল সঙ্গীতে মাতিয়ে দেন প্রখ্যাতা শিল্পী স্বাগতা মজুমদার।৩রা মার্চ সন্ধ্যায় নদীয়ার সুবিখ্যাত পুতুল নাচ দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও খবরের স্পন্দন পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক, সম্মানীয় অতিথি ছিলেন সৌরভ পাত্র।অনুষ্ঠানটি পরিচালনা করেন সুরজিৎ চট্টোপাধ্যায়। উল্লেখযোগ্য, স্থানীয় বিধায়ক অসীমা পাত্র একদিন মেলা পরিদর্শন করতে আসেন।