নিজস্ব প্রতিনিধি:The Stake Factory-র The Terrace-তে শনিবার প্রি পূজা ফ্যাশন কার্নিভাল হয়ে গেল জমজমাট ভাবে।১৯২এ শরৎ বোস রোড,-কলকাতার The Steak Factory-র কথা তো আমরা অনেক আগে থেকেই জানি।গতবছর পুজোর আগেই The Steak Factory-র উপরেই শুরু হয়েছিল The Terrace ।
The Terrace-এ মানুষজন আড্ডার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন ও ট্রাডিশনাল ইন্ডিয়ান খাবারও পাবে।এবারের পুজোতেও থাকবে নতুনত্ব খাবার।পুরোনো দিনের ইন্ডিয়ান খাবারের স্বাদ ফিরিয়ে আনছে The Terrace । এখানকার পরিবেশ ও আতিথেয়তাও দারুন।এবার পুজোয় জমিয়ে আড্ডা হয়ে যাক The Terrace -এ।