Close

CAA ও NRC প্রেক্ষাপটে ‘আ সেপারেট স্কাই’

নিজস্ব প্রতিনিধি:কোভিড-১৯এর আগে CAA ও NRC বিতর্কে উত্তাল হয়েছিল গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছিল সারা দেশে। সেই CAA-NRC বিতর্ক এবার বাংলা শর্ট ফিল্মে উঠে আসছে পরিচালক রাজর্ষি দে’র হাত ধরে। ছবির নাম ‘আ সেপারেট স্কাই’ । CAA আন্দোলন এবং দেশজোড়া ছাত্রবিক্ষোভের প্রেক্ষাপট এবং ছাত্রছাত্রী,তাদের গার্জেন,অধ্যাপক,অধ্যাপিকাদের উপর এর প্রভাব উঠে আসবে ছবিতে। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যর বার্তা বহন করবে শর্ট ফিল্ম ‘আ সেপারেট স্কাই’ ।

ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র ভৈরব।সেই চরিত্রে অভিনয় করছেন কান সিং সোধা।আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র অখিলেশ মুখোপাধ্যায়।সেই চরিত্রে আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

ভাবনা এবং পরিচালনায় রাজর্ষি দে। প্রযোজনায় ইমরান জাকি এবং লাল ভাটিয়া।

Leave a Reply

0 Comments
scroll to top