Close

স্নেহা মুখার্জির উপর স্নেহা সর্ট ফিল্ম

নিজস্ব প্রতিনিধি:জীবন মানে রঙিন, সেটা নষ্ট করার কি মানে বলতে পারেন?জীবনে ওঠা পড়া তো লেগেই আছে।লড়তে হবে আর জিত তে হবে, কি তাই তো?এই রকমই একটা গল্প নিয়ে আসছেন পরিচালক শশী নায়ার তার সর্ট ফিল্ম “স্নেহা”তে।

এখানে মুখ‍্য ভূমিকায় অভিনয় করেছেন স্নেহা মুখার্জি।অভিনেত্রীর নিজের নামেই এই সর্ট ফিল্মের নাম স্নেহা।শুটিং পুরোটাই কলকাতায় হয়েছে।সত্যি ঘটনার অবলম্বনে এই ফিল্ম টি নির্মিত।এখানে স্নেহা ছাড়া আছেন অভিনেতা সন্দীপ দে।

এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে।সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা সংস্করনে ইউটিউব স‍্যাবী থিয়েটার এ।আর হিন্দি সংস্করণ টা মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে।অনেক শুভকামনা রইল স্নেহা ও তার টিমের জন্য।

Leave a Reply

0 Comments
scroll to top