Close

অভিনেতা কিংশুক গাঙ্গুলী এবার পরিচালনায়

নিজস্ব প্রতিনিধি:” এখন ২০২২ সাল – এই সময় দাঁড়িয়ে মানুষের জীবনের সময় বড়োই কম.. সামাজিক যে কোনো অবস্থাতে লড়াই করে বাঁচতে হয়।
আর এই সময়.. মানুষের লড়াই নিজের সাথে সব থেকে বেশি…
কারণ মানুষ দিন দিন মনুষ্যত্বহীন হয় পড়ছে.. আর সেই মনুষ্যত্ব হীনতায় মানসিক রোগ সবথেকে বেশি বাসা বাঁধছে…
অনেক টা উপর থেকে দেখলে দেখা যায়.. সমাজের বাঁকে বাঁকে অলিতে গলিতে এরকম একটা রোমহর্ষক গল্প দাঁড়িয়ে থাকে..”

খুব তাড়াতাড়ি এই সংলাপ টি সকলের মনে মনে বাসা বাধবে।

কিংশুক গাঙ্গুলী – এই নাম টি যথেষ্ট পরিচিত আমাদের সবার কাছে… দীর্ঘ ২০ বছর ধরে অভিনয় করে প্রায় অনেকের মনে যথেষ্ট জায়গা তার..

ছোটপর্দার একজন যথেষ্ট দাপুদে অভিনেতা..
এখানে আকাশ নীল প্রতিবিম্ব
বামাখ্যাপা, রাজাগজা, সতী, ভাষা
উমার সংসার, মহাপীঠ তারাপীঠ
আরো অনেক অনেক সিরিয়াল এ তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি আমরা..।

এবার শুরু পরিচালনা –
সম্প্রতি – একটি International স্বল্পদৈর্ঘ্যর একটি ছবি পরিচালনার কাজে হাত দিতে চলেছেন কিংশুক গাঙ্গুলী..

ছবির নাম – The Humanity

ছবির শুটিং শুরু হবে সম্প্রতি..
ছবিটি প্রযোজনা করছেন – সুশোভন গুহ ও
Sri Maruti film works entertainment..

মুখ্য চরিত্রে – দেবজিৎ মুখার্জি ও লিটছি দাস..

কিংশুকের ব্যক্তিগত ইচ্ছা তেই এই দুজন প্রায় নতুন মুখ কে নিয়ে কাজ করা.. কারণ পরিচালক মনে করেন – নতুন দের কাজের খিদে পেশাদারিত্ব সব টাই যথেষ্ট প্রশংসনীয়.. কাজের সুযোগ দেওয়ার দায়িত্ত আমাদের..
তাই অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী বন্ধুবান্ধব হওয়া সত্ত্বেও এই দুজনকে নিয়ে
ছবি শুরু করতে চলেছেন কিংশুক।

The Humanity… সমাজের কাছে অনেক বড় কিছু ভাবনা তুলে ধরবে। এই আশা রাখেন পরিচালক…

আমরাও যথেষ্ট আশাবাদী..
একজন প্রবীণ অভিনেতা পরিচালনায় সৃষ্টি হওয়া তার প্রথম ছবি The Humanity দেশ-বিদেশের যথেষ্ট সাফল্য অর্জন করুক।।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top