দর্শকদের জন্য আসছে এক শিহরণ জাগানো অভিজ্ঞতা। অরুণাভ খাসনবিশ পরিচালিত হরর থ্রিলার ‘আমিষ’ (Amish) মুক্তি পেতে চলেছে ২৯ আগস্ট। প্রযোজনায় গৌরব তপাদার। ছবিটি কেবল ভয়ের গল্প নয়—এটি অপরাধবোধ, শ্রেণীভেদ আর অতিপ্রাকৃত প্রতিশোধের এক ভয়ঙ্কর দ্বন্দ্ব।
চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র প্রীতি, এক তরুণী সিভিল ইঞ্জিনিয়ার। কাজের সূত্রে কলকাতা থেকে পৌঁছায় চন্দনপুরে এবং বাধ্য হয়ে আশ্রয় নেয় দাদু–দিদার পুরনো বাড়িতে। কিন্তু সেই পরিচিত আশ্রয়ই ক্রমে রূপ নেয় এক বিভীষিকায়। কখনও নিরামিষ ভাত–ডালের আড়ালে সাজানো থাকে অদ্ভুত আমিষের থালা, আবার কখনও সময় নিজেই আটকে ফেলে প্রীতিকে এক ভয়ঙ্কর চক্রে।
শেষ পর্যন্ত তাকে টেনে নিয়ে যায় সেই দরজাহীন ঘর, যেখানে লুকিয়ে আছে এক শীতল রহস্য—যা শুধু ভূতের গল্প নয়, বরং তার নিজের ফেলে আসা অতীত আর গোপন অপরাধের ছায়া।
‘আমিষ’ দর্শককে দেবে এমন এক অভিজ্ঞতা, যেখানে বাস্তব আর অতিপ্রাকৃত মিলেমিশে তৈরি করবে অস্বস্তিকর উত্তেজনা। এই গল্প শুধু ভয় দেখাবে না, বরং প্রশ্ন তুলবে—অন্ধকারটা আসলে বাইরে, না কি আমাদের ভেতরেই লুকিয়ে?
পরিচালক অরুণাভ খাসনবিশ বলেন, “আমিষ আমার কাছে ভয়ের গল্প নয়, বরং অপরাধবোধ আর শ্রেণীভেদের গল্প। ভৌতিকতা জন্মায় মানুষের ভেতরের ক্ষুধা আর লোভ থেকে।”
প্রযোজক গৌরব তপাদার জানান, “‘আমিষ’ আমার নতুন জন্ম। প্রেতকথার অভিজ্ঞতা থেকে ছবির ভাবনা এসেছিল। সাহস করে এগোনোর ফলেই আজ তা সিনেমা।”
অভিনেত্রী প্রীতি বলেন, “ভূতকে ভয় পাই, তাই হরর ছবিতে কাজ করা আমার কাছে বিশাল চ্যালেঞ্জ। এমন কিছু দৃশ্য আছে যা দর্শকের শরীর কাঁপিয়ে দেবে।” অরুণাভ খাসনবিশের এই হরর থ্রিলার দর্শকদের নিয়ে যাবে এমন এক যাত্রায়, যেখানে ভয়ের সঙ্গে মিশে থাকবে অতীতের দগদগে স্মৃতি।
২৯ আগস্ট মুক্তি পাচ্ছে অরুণাভ খাসনবিশের আমিষ
