নিজস্ব প্রতিবেদক:আগামী ২৫শে বৈশাখে মুক্তি পেতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের “মাঝে মাঝে তব দেখা পাই”।
এটা বন্ধুত্বের গান, ভালোবাসার গান ,প্রেমের গান।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অঙ্কুশ্রী ও তেজ।নির্দেশনা দিয়েছেন সঞ্জয় অধিকারী।দৃশ্যগ্রহণ করেছেন অর্ণব গুহ। গানটি গেয়েছেন ঋষিতা সাহা। কলকাতার নানা লোকেশনে গানটির শুটিং হয়েছে। গানটি রিলিজ করবে ৭ই মে ক্রেডিয়া ইউটিউব চ্যানেল থেকে।
এই পঁচিশে বৈশাখে উপহার হিসেবে সবার জন্য রইল ভালবাসার গান ।রবীন্দ্রনাথ মানে নস্টালজিয়া,
তাই হীরা এন্টারটেইনমেন্ট ও কাঞ্চন এন্টারটেইনমেন্ট নিবেদিত-” মাঝে মাঝে তব দেখা পাই”-এর পাশে আপনারাও থাকুন