Close

স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে আয়োজিত হতে চলেছে বিশেষ প্রদর্শনী এক্রোপলিস মল-এ

আনন্দ সংবাদ লাইভ : মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন তথা স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে সারা রাজ্যের ১২৫ পৌরসভা ও পৌরনিগম এ ৬৮০০০ স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে। নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী মাননীয় শ্রী ফিরহাদ হাকিমের বিশেষ উদ্যোগে স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত পৌর এলাকার পিছিয়ে পড়া পরিবারের মহিলারা একত্রিত হয়ে স্বনির্ভর  দল গঠন করেছে এবং প্রতিটি স্বনির্ভর দল এক কালীন  ১০,০০০ টাকা ও স্থানীয় সংঘ ৫০,০০০ টাকা  আবর্তনীয় তহবিলের আওতাভুক্ত হয়েছে। এইসমস্ত স্বনির্ভর দলের মহিলাদের স্বনিযুক্তি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিম্ন বিভাগে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। এছাড়াও বিভিম্ন সময়ে তারা তাদের উৎপাদিত সামগ্রী বিভিন্ন মেলায় বিক্রি করে থাকে। কিন্তু এবছর করোনা অতিমারীর পরিস্থিতে তাদের এই দ্রব্য বিক্রি এবং আর্থিক উপার্জন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছ এবং তাদের আর্থিক  অবস্থা  আজ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। এই  পরিস্থিতিতে তাদের পাশে থাকার জন্য  মাননীয়  মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে রাজ্য নগরোন্নয়ন সংস্থার ব্যাবস্থাপনায় আগামী ১৬.১০.২০২০ থেকে ২১.১০.২০২০ একটি বিশেষ প্রদর্শনী তথা বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে এক্রোপলিশ মল-এ। সুডার অতিরিক্ত অধিকর্তা ও যুগ্ম সচিব শ্রীমতি শাওন সেন জানান যে এছাড়াও জেলাভিত্তিক বিভিন্ন পৌরএলাকায়ও আসন্ন শারদোৎসব উপলক্ষে এই সমস্ত স্বনির্ভর দলের উৎপাদিত দ্রব্যের বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমস্ত স্বনির্ভর দলের মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক ভাবে সাবলম্বী করার জন্য তাদের উৎপাদিত বিভিন্ন দ্রব্য বিক্রয় করে  তাদের সহায়তা করাই আমাদের লক্ষ্য।

Leave a Reply

0 Comments
scroll to top