Close

তারকেশ্বর পরশের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি-আজ ২রা আগস্ট তারকেশ্বর পরশ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তারকেশ্বর পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতে সকাল দশটা থেকে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। এই শিবিরে চক্ষু পরীক্ষার জন্য মোট ১৫০ জন মানুষ আসেন এবং তারা পরিষেবা গ্রহণ করেন। শিবির শেষে দেখা যায় মোট ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হয়েছেন এবং ৫৪ জন কে চশমা প্রদান করা হয়। এর পাশাপাশি এই শিবিরে ছিল বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা বেশ কিছু জন রক্ত পরীক্ষা করেন স্বল্প মূল্যে। সব মিলিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাওয়া যায় । তারকেশ্বর নয়নজ্যোতি চক্ষু হসপিটাল ছিলেন এই শিবিরের সহযোগিতায় এবং প্রধান উদ্যোক্তা তারকেশ্বর পরশ নামক স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার সেক্রেটারি শম্পা ঘোষ বলেন তারা ভবিষ্যতে আরো এরকম শিবির করতে চান এবং আরো বেশি করে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চান ও তাদের পরিষেবা দিতে চান।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top