স্বাস্থ্য সচেনতা শিবিরAuthorPosted byramizPublishedNovember 1, 20202:44 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxস্বাস্থ্য সচেনতা শিবিরTwitterFacebookLinkedInPosted by ramiz on November 1, 2020. আনন্দ সংবাদ লাইভ: করোনা আবহে স্বাস্থ্য সচেনতা শিবির, স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিষেধক ওষুধ বিতরণ করলেন পঃ বঃ তঃ জাঃ আদিবাসী সমাজকল্যান সংস্থা, নিউব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন এবং আম্বেদকর কালচারাল কলেজ।সহযোগীতায়- রাজলক্ষী ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। বর্তমান করোনা অতিমারী পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষ জর্জরিত সেখানে এই মানবিক প্রচেষ্টার সাথী হয়েছেন অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং বহু শুভ বুদ্ধিসম্পন্ন সচেতন নাগরিকগণ। এই সভার উপস্থাপনা করেন নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন এবং আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস। ডঃ অশোক মল্লিক বলেন আর,এন,এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়েও প্রতিনিয়ত সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে। নতুন ধরনের ভাইরাস এসে এই সংক্রমন শ্বাসনালী দিয়ে ঢুকে নিজমে বিটু সেলে বাসা বাধে এবং বিস্তার লাভ করে তা থেকে কি ভাবে মুক্তি পওয়া যায় সেই বিষয় নিয়ে বিশদে ব্যাখ্যা করেন। প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করেন বিপুল সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সামান্থা পত্রিকার সম্পাদক নিখিল বঙ্গ সাহিত্য সন্মেলনের প্রতিনিধি হরিদাস বালা, বিদ্যাসাগর চর্চাকেন্দ্রের সম্পাদক রামেশ্বর ব্যানাজী। এ ছাড়াও উপস্থিত ছিলেন অলোক আচায্য, কৃষ্ণ বালা, সঞ্জীব হালদার, সুব্রত বিশ্বাস, বিশ্বজিত দাস। ছিলেন সমাজ কল্যান সংস্থা ও আম্বেদকর ফাউন্ডেশনের কল্যান বিশ্বাস। এইঅনুষ্ঠানে উপস্থিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পর কলেজের সহ অধ্যক্ষা লীলাবতী বিশ্বাসের হাত দিয়ে রোগীদের ওষুধ দেওয়া হয়। এই স্বাস্থ্য সচেতনতা শিবির সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ও সমাজ সেবী প্রদীপ বড়াল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলীপ বিশ্বাস। আম্বেদকর কালচারাল কলেজের সভাপতি সুখেন মজুমদার। বিদায়ী পৌর প্রধান শ্রীমতি তৃপ্তি মজুমদার অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। ডঃ অশোক মল্লিক মহাশয় কে উত্তরীয় সংবর্ধিত করেন সংগঠনের পক্ষ থেকে মিলন বসু। Post Views: 1,647 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...