নিজস্ব প্রতিনিধি: দি ইনস্টিটিউট অফ কো-অপারেটিভ ম্যানেজমেন্ট ফর এগ্রিকালচার রুরাল ডেভলপমেন্টের মাধ্যমে হুগলি কো-অপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের ধনিয়াখালী শাখার উদ্যোগে রাজ্য সমবায় বিভাগের আর্থিক সহায়তায় গত ২৮ নভেম্বর থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত এক মাসাধিকালের- মহিলাদের টেলারিং শিক্ষার উপর প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ঘন শ্যামপুর কিষাণ মান্ডিতে।এই শিবির উপলক্ষে একটি সেমিনার হয়ে গেল, সেমিনারে উপস্থিত ছিলেন -এগ্রিকালচার ল্যান্ড ডেভলপমেন্ট ব্যাংকের হুগলি জেলার চেয়ারম্যান গিরিধারী কর, ভাইস চেয়ারম্যান নূর কাশেম মন্ডল, বিশিষ্ট সাংবাদিক নৌসাদ মল্লিক, ওই ব্যাংকের ডাইরেক্টর ডক্টর সনাতন বাইরি, অনাদি মালিক এবং ধনিয়াখালী ব্রাঞ্চ ম্যানেজার ইসরাফিল মোল্লা ও শুভজিৎ কর। এই ট্রেনিংয়ে ৩০ জন এসএইচ জি গ্রুপের মহিলা টেলারিং প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে চায়, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের আর্থিক সহায়তা করতে এগিয়ে এসেছে ,ট্রেনার হিসাবে রয়েছেন ইনকার্ডের প্যানেল ট্রেনার অনিমা দাস । উল্লেখ্য ব্যাংক এইসব প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের সরল সুদে লোন শুধু দিচ্ছে না, লোনের উপরে রাজ্য সরকারের সহায়তায় 90% সুদ মওকুফ করে দিচ্ছে। ব্যাংককে এ ব্যাপারে finance করতে এগিয়ে এসেছে নেবারড। সেমিনারে এস এইচ গ্রুপের সুমন হালদার, পিয়ালী মল্লিক, রাখি কর,মনীষা ভৌমিক প্রমূখ তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা বলেন আমরা এখানে মহিলাদের ব্যবহৃত সাতটি বিষয়ে হাতে কলমে শিখতে পারছি, আমরা প্রশিক্ষণ পেয়ে ব্যাংক থেকে লোন পেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু আমাদের উৎপাদিত দ্রব্য যদি রাজ্য সরকার মার্কেটিং এর ব্যবস্থা করে, তাহলে আমরা খুব উপকৃত হব।