Close

সেখ নূরুল হক সাহেবের স্মরন সভা

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সেখ নূরুল হক সাহেবের স্মরন সভা ১৩ ফেব্রুয়ারী ২০২১ শনিবার মানিক পুর এস .এম . ইউ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে সমিতির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলার প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠীত হয় ।

সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল কাশেম সাহেব সভা সঞ্চালনা করেন সমিতির হুগলী শাখার সভাপতি মানিকপুর এম.এস .কের প্রধান শিক্ষক সেখ সামসুদ্দিন।

সভায় অশ্রু সজল নয়নে ভারাক্রান্ত হৃদয়ে বক্তব্য রাখেন আব্দুল্লা সর্দার , সাফিউল ইসলাম রেজাউল করিম পান্না গায়েন , সাংবাদিক নৌশাদ মল্লিক ও আরাে অনেকে মৌলানা মতলের আলি সাহেবের মােনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি ঘটান ।

Leave a Reply

0 Comments
scroll to top