Close

সুকিয়া স্ট্রিটে, স্কলারশিপ প্রদান অনুষ্ঠান

আনন্দ সংবাদ লাইভ:১৩ই ফেব্রুয়ারী ২০২১, শনিবার বিকেল ৫ টায়, ৩৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হলো স্কলারশিপ ।সুকিয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃ মন্দিরের উদ্যোগে আয়োজন করা হয়েছিল স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের । ৩৫ জন ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে মোট ৩,৫০,০০০ টাকার স্কলারশিপ । উত্তর কলকাতার মানিকতলা যুগিপাড়ার বাসিন্দা অরুনিভার হাতে তুলে দেওয়া হয়েছে রনি রায় এবং পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ । ২০১৬ সালের মাধ্যমিকে ৭৮.১৪% এবং ২০১৮ সালে উচ্চমাধ্যমিকে ৮৪.৮% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছিল অরুনিভা ।

মোট ৩৫ জন ছাত্র-ছাত্রীর হাতে স্কলারশিপের ১০,০০০ টাকা করে তুলে দিয়েছেন মন্ত্রী সাধন পান্ডে, সঞ্জয় রায় এবং কুনাল ঘোষ । অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সুকীয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃ মন্দিরে ।

Leave a Reply

0 Comments
scroll to top