নিজস্ব প্রতিনিধি:মৃতদেহের সঙ্গে প্রেম থেকে যৌনতার বাসনা। নেক্রোফিলিয়া। পরিচালক সানি রায়ের ছবি ‘বিষাক্ত মানুষ’-এর গল্প এমনই অদ্ভুত মানসিক সমস্যার হাত ধরে।
সোনম মুভিজের প্রযোজনায় ‘বিষাক্ত মানুষ’-এর গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু মুখোপাধ্যায়। ছবিতে মানসিক টানাপড়েনে ভোগা অসফল লেখক অগ্নিভ বসুর দেখা হবে ধারাবাহিক হত্যাকারী হিসেবে ফাঁসির সাজাপ্রাপ্ত তৌফিক আসিফের সঙ্গে।
এই তৌফিকই নেক্রোফিলিয়ার শিকার। তার পর কী ভাবে এগোবে গল্প? ঔপন্যাসিক হিসেবে কি দাগ কাটতে পারবেন অগ্নিভ? কোন পথে তাঁর সম্পর্ক এগোবে প্রকাশক রুক্মিণীর সঙ্গে? কী ভাবেই বা নেপথ্য থেকে আলোয় আসবে তৌফিকের চরিত্রের অন্ধকার দিক? সে সব নিয়েই গল্প বুনেছেন পরিচালক সানি।
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শুভম, সৌরভ দাস, রূপসা চট্টোপাধ্যায়, সুমনা দাস, অনংসা বিশ্বাস,জিনা তরফদার, রানা বসু ঠাকুর, যুধাজিৎ সরকার,সুমিতা চট্টোপাধ্যায়, পলাশ হক, বিমল গিরি প্রমুখ।ছবিটি আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে।