Close

সম্প্রতি মায়াঙ্কুর-এর পোস্টার লঞ্চ হল

নিজস্ব প্রতিনিধি:”মায়াঙ্কুর” শর্টফিল্মের পোস্টার লঞ্চ করলেন, মায়াঙ্কুরের পরিচালিকা স্বস্তিকা রায় ।

বিএল সাহা রোড, সাউথ সিটি গার্ডেনের কাছে “এ ভিপিৎজা” নামক ক্যাফেতে আয়োজন করা হয়েছিল প্রেসমিট টির । এই পোস্টার লঞ্চ অনুষ্ঠানে পরিচালিকা ছাড়াও উপস্থিত ছিলেন, সহায়ক পরিচালক চয়ন মুখার্জী, অভিনেতা অভিজিৎ ভট্টাচার্য, জয়ন্ত পর্বত, গুড্ডু ও অভিনেত্রী সঞ্চিতা রায় সহ স্টোরি ও স্ক্রিপ্ট রাইটার প্রিয়ানা চক্রবর্তী এবং নীলাঞ্জনা চ্যাটার্জী প্রমুখ ।

এই প্রেসমিটে পরিচালিকা জানান, সিনেমাটি খুব শীঘ্রই আসতে চলেছে অনলাইনে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে সহজেই দেখা যাবে,সাইক্রিয়াটিক থ্রিলার এ. এন প্রোডাকশন প্রযোজিত “মায়াঙ্কুর” ।

Leave a Reply

0 Comments
scroll to top