Close

সম্পর্কের মরচের গল্প বলবেন অরিন্দম গোস্বামী

নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি কলকাতার এপি স্টুডিওতে ফেবল ফ্রেম মোশন পিকচার প্রযোজিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘মরচে’র লুক টেস্ট হয়ে গেল।’মরচে’র পরিচালনা করছেন অরিন্দম গোস্বামী।অভিনয়ে আছেন কনাদ বণিক,ডোনা দে ও অরিন্দম গোস্বামী।চিত্রগ্রহণ করছেন রূপন মল্লিক,স্থির চিত্রে আছেন প্রকাশ পাইন।
‘মরচে’র কাহিনি অত্যন্ত সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত স্বামী-স্ত্রীর।যাদের সম্পর্কে দিন প্রতিদিন চরম অর্থনৈতিক অনটনের কারণে অভিমানে ঘেন্নায় বিতৃষ্ণায় ক্ষোভে ধ্বংস হয়ে চলেছে।একই ঘরে একই ছাদের তলায় প্রকান্ড এক মরচে পড়া সম্পর্ককে নিয়ে চলা উভয়ের পক্ষে হয়ে উঠেছে বিপজ্জনক।তারপর কি হয় তা নিয়েই কাহিনি।

লুক টেস্টের বিভিন্ন মুহূর্ত প্রকাশ পাইন-এর লেন্সবন্দী

Leave a Reply

0 Comments
scroll to top