Close

সমাজসেবাই ধ্যান জ্ঞান শেখ আব্দুল কাশেদের

নিজস্ব প্রতিনিধি:জীবনের প্রতিটা মুহূর্তে সংঘর্ষ ,বিপদ আর যুদ্ধ।সেই যুদ্ধে পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া।নিজের সঙ্গে অন্যের সংঘর্ষ,যুদ্ধকে অংশীদারী করে নিয়ে এগিয়ে চলার নামই প্রকৃত মানব জীবন।চলার পথে বহু মানুষের সঙ্গে সুখ দুঃখের সাথী হয়ে চলাই প্রকৃত ধর্ম।জাতি-ধর্ম-স্থান-কাল-পাত্র নির্বিশেষে অতি দরিদ্র মানুষের পাশে এসে সহযোগিতাই যার ধ্যান জ্ঞান সেই সমাজকর্মী, মানবপ্রেমীর নাম শেখ আব্দুল কাশেদ।

তাঁর কাছে এসে কোনো আর্ত পীড়িত মানুষ খালি হাতে ফেরেন না।যে কোন উন্নয়নের স্বার্থে,নতুন নতুন চিন্তনে মুম্বাই নিবাসী শেখ আব্দুল কাশেদ(খোকন ভাই) সিদ্ধহস্ত।

সংগীতপ্রেমী,ঈশ্বরে বিশ্বাসী,সাংস্কৃতিক মনস্ক কাশেদ চান জনগণ,সরকার,পুলিশ প্রশাসন এবং সংবাদ মাধ্যমের সমন্বয়ে সঠিক দেশ গঠন করা সম্ভব।তাঁর কথায় নাম দিয়ে কার্যসিদ্ধি হয় না ,কর্ম দিয়েই নামের পরিচিতি ঘটে।”এহেন সমাজসেবী শেখ আব্দুল কাশেদকে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সম্প্রতি কোলকাতা প্রেস ক্লাবে আয়োজিত “সপ্তম ভারত গৌরব অনন্য সম্মান ” প্রদান করেন।

Leave a Reply

0 Comments
scroll to top