Close

সপ্তাহ ব্যাপী উৎসব ‘শান্তির মিলন বার্তা ২০২২’ শুরু হল

নিজস্ব প্রতিনিধি:গতকাল সন্ধ্যা থেকে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনের অনতিদূরে স্টুডিও ও এইচ ডি’ (Studio O H D) এবং ‘২ নম্বর রেল গেট পল্লীবাসীবৃন্দ’-র যৌথ উদ্যোগে শুরু হল বড়োদিনের সপ্তাহ ব্যাপী উৎসব ‘শান্তির মিলন বার্তা ২০২২’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিউটি হালদার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী, শিখ ধর্মাবলম্বী স্মরণ সিং, বিশপ ডঃ শ্রীকান্ত দাস (প্রতিষ্ঠাতা, গুড নিউজ মিশন অব ইণ্ডিয়া), মৌলানা ডঃ মোহম্মদ ওয়াজেদ আলী খান (ইমাম ও খারিদ জামা মসজিদ), মডেল ও অভিনেত্রী পারমিতা বন্দ্যোপাধ্যায়, মডেল অভিনেতা ও নির্দেশক ঋক জয়সোয়াল, মোহনবাগান দলের ক্রিকেটার শুভম সরকার, আইনজীবী লিটন মৈত্র সহ আরো অনেকে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ রূপে অতিথি ও দর্শককুলের নজর কেড়েছে ‘অনুপম হালদার ফটোগ্রাফি কিয়স্ক’।

অনুষ্ঠানের আয়োজনকারী সংস্থার পক্ষ থেকে অভিজিৎ মণ্ডল (অলি) জানিয়েছেন, “প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা কৃতার্থ।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top