Close

সংকল্পে কলম পত্রিকা ও প্রকাশনী’র আয়োজনে “কবি সম্মেলন ২০২৩ “

নিজস্ব প্রতিনিধি: ১১ ই মার্চ ২০২৩ জীবনানন্দ সভাগৃহে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল ” সংকল্পে কলম পত্রিকা ও প্রকাশনী” আয়োজিত একটি “কবি সম্মেলন ২০২৩ “।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংকল্পে কলমের সম্পাদিকা ,কবি ও আবৃত্তিকার কুমকুম চৌধুরী , অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ঋষি ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, উজান উপাধ্যায় ও নীলাচল চট্টরাজ। অনুষ্ঠান শুরু হয় এই চার কবির বক্তব্য দিয়ে। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল স্বনামধন্য কবি জয়দীপ চট্টোপাধ্যায় কে শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের এত বছরের সাহিত্যসাধনা এবং দুই বাংলায় সাহিত্যের মাধ্যমে সেতুসাধন, সাহিত্য জগতের প্রতি তার ভালোবাসা উন্নতি সাধনের প্রচেষ্টা অবশ্যই এই সম্মানের দাবি রাখে বৈকি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অরিজিৎ বাগচী ,কবি সায়ন্তিকা ,কবি সাংবাদিক নওশাদ মল্লিক,কবি সুনীল মাজী এবং অন্যান্যরা । সংকল্প কলম প্রকাশনী থেকে সাহিত্যিক প্রসেনজিৎ বসুর বই প্রকাশ ও সকল কবিদের আবৃত্তিতে এইদিন একাডেমী প্রান্তরে বসেছিল চাঁদের হাট।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top