Close

শ্রীলেখা শিলাজিৎ একসঙ্গে

আনন্দ সংবাদ লাইভ:তাঁরা এর আগেও ছবিতে এবং ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন শ্রীলেখা ও শিলাজিৎ।কিন্তু এবারে তাঁদের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।অংশুমান বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই স্বল্প দৈর্ঘ্যের ছবির নাম ‘টুয়েলভ সেকেন্ডস’।অনেক বিতর্ক পিছনে ফেলে ছবির দুনিয়ায় শ্রীলেখা মিত্র ফিরেছেন অংশুমানের এই ছবি দিয়েই।

ছবির গল্পের মধ্যে রয়েছে নতুনত্ব । আমাদের মনের চেতন ও অবচেতনর দ্বন্দ উঠে আসবে এই ছবিতে।সম্পর্কের জটিলতা এবং মানুষের অবচেতন মনই ছবির মূল বিষয়। ছবির কাহিনি পরিচালকেরই।চিত্রনাট্য সুপর্ণা ঘোষ মিত্রের। ছবির কাহিনি ৪৫ বছরের দেবাঞ্জন ও ৪২ বছরের সৃজিতাকে ঘিরে।এই চরিত্রে রয়েছেন শিলাজিৎ ও শ্রীলেখা।ছবিতে রয়েছে দুই নতুন মুখ অরূপ ও এনাক্ষী।সঙ্গীত পরিচালনা করেছেন রুদ্র সরকার।রয়েছে র‍্যাপ গান যেটি ছবির টাইটেল ট্রাক।র‍্যাপ গানটি লিখেছেন সৈকত ঘোষ।

Leave a Reply

0 Comments
scroll to top