Close

শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:চলতি বছরের দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেল শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির। বুধবার তাদের মন্ডপের উদ্বোধন হয়ে গেল জাঁকজমকভাবে। এবারের পুজো ৮৬ তম বর্ষে পদার্পণ করলো। এবারের থিম ‘সাজানো রথ’। দুর্গোৎসব কমিটির তরফ থেকে জানানো হয়েছে কুলো, দর্মা, বাঁশ দিয়ে তৈরি হয়েছে এবারের মণ্ডপ । থিম মেকার অভিজিৎ নন্দী, প্রতিমা শিল্পী পিন্টু হাজরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বামী অন্তরলোকানন্দ, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গুপ্তা, সভাপতি রাজকিশোর গুপ্ত, সম্পাদক বিমলেন্দু ভট্টাচার্য , সহ সভাপতি সোমনাথ সরকার প্রমুখ ।চণ্ডী পাঠের মাধ্যমে পুজোর উদ্বোধন হয়।

Leave a Reply

0 Comments
scroll to top