Close

শারদোৎসবে জমজমাট মার্কিন মুলুকে গানের জলসা , দর্শকদের উছ্বাস জয়,লোপা,ইমন, ভূমি, পৃথিবী,অন্তরাদের জন্য

দুর্গা পুজোর জলসায় মেতেছে ইউএস। প্রতি বছরের মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতেছে দেশ-বিদেশের বাঙালিরা।এক বছরের অপেক্ষার অবসান। পুজো শুরুর আগেই গানে, গানে মেতেছে ইউএস। বিশিষ্ট আর্টিস্ট কোঅর্ডিনেটর জোনাই সিং এর ব্যাবস্থাপনায় আবারো ইউএস এর মাটি জমজমাট।এবছরের চমক এর মধ্যে রয়েছে পঁচিশ বছর পর জয় সরকার, লোপামুদ্রা মিত্রের একসাথে ইউএস-এ কনসার্ট, ইমন চক্রবর্তীর পর, পর টানা দশ বছর ইউএস‌ কনসার্ট, বাংলা ব্যান্ড পৃথিবী,অন্তরা নন্দী এর প্রথম ইউএস ট্যুর। সব মিলিয়ে ইউএসএ শারদোৎসব জমজমাট। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। জয় সরকার, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তীর এই সফরের প্রথম অনুষ্ঠান হয়ে গেছে। শ্রোতাদের ফিডব্যাক অসাধারণ বলে জানালেন জোনাই সিং। জেএসই ইভেন্টস এর এ বছরের আরো শিল্পীদের মধ্যে আছেন বাংলা ব্যান্ড ভূমি, জীমুত রায়, হৃতি টিকাদার , পিউ মুখোপাধ্যায়, কুশল পাল, শৌনক চট্টোপাধ্যায় প্রমুখ।

ইমন চক্রবর্তীর অনুষ্ঠান আছে আটলান্টা, ডালাস, কানসাস সিটি,নিউ জার্সি , লস এঞ্জেলেস সহ আরো অন্যান্য শহরে, অন্যদিকে জয় সরকার – লোপামুদ্রা মিত্র অনুষ্ঠান করবেন আটলান্টা, বস্টন, অস্টিন, টাম্পা, নিউ জার্সি সহ অন্যান্য শহরে, ভূমি অনুষ্ঠান করবেন আটলান্টা, কলম্বাস, বস্টন, মেরিল্যান্ড সহ নানা শহরে,অন্যদিকে অন্তরা নন্দী তাঁর প্রথম ইউএস সফরে অনুষ্ঠান করবেন ডালাস , আটলান্টা, বস্টন, ভার্জিনিয়া শহরের মতো জায়গায়, পৃথিবী তাঁদের প্রথম ইউএস সফরে অনুষ্ঠান করবেন নিউ জার্সি, হস্টন, সাউথ জার্সি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ইত্যাদি শহরে। এই মহা কর্মযজ্ঞ নিয়ে জোনাই সিং বললেন, ” লোপা এবং জয় পঁচিশ বছর পর মার্কিন পুজোর মঞ্চে অংশ নিচ্ছেন। যেখানে ইমান চক্রবর্তী তাঁর ইউএসএ ট্যুরের দশ বছর উদযাপন করছেন। বাংলা গানে ভূমির “চব্বিশ বছর”পূর্তি মার্কিন মঞ্চেও দোলা দেবে আমি নিশ্চিৎ। অন্তরা নন্দীর মতো তরুণ শিল্পী বা পৃথিবির মতো ব্যান্ডকেও প্রথমবারের মতো প্ল্যাটফর্ম দিচ্ছে প্রবাসী পূজা।

আমরা এই প্রবাসী বাঙালি পূজো উদযাপনের একটা ছোট অংশ হতে পেরে ভীষণ আনন্দিত।” ইমন চক্রবর্তী এই সফরের প্রথম অনুষ্ঠানের পর মঞ্চে বললেন,” এই দশ বছরে অনেক কিছু শিখেছি। বিদেশের মাটিতে এই দশ বছরের কাজ আমার অভিজ্ঞতা বাড়িয়েছে।” লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার জানালেন, “শারদোৎসবের শুভেচ্ছা সবাইকে জানাই। আমরা পাঁচিশ বছর পর আবার একসঙ্গে মার্কিন মুলুকে অনুষ্ঠান করছি। অনেক পুরনো স্মৃতি আছে। জোনাইকে অনেক ধন্যবাদ সেইসব দিন মনে করিয়ে দেওয়ার জন্য।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top