নিজস্ব প্রতিবেদক:আজ সন্ধ্যা ৮টায় ক্রিয়েটার শর্মিষ্ঠা (CREATOR SARMISTHA) ইউটিউব চ্যানেলে রিলিজ হতে চলেছে শর্টফিল্ম ‘জাগো মা’।১২ মিনিটের এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন সুশোভন ভান্ডারী।কাহিনী শারদদত মিশ্র।দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেছেন শর্মিষ্ঠা গায়েন,অসুরের চরিত্রে চন্দ্রজিৎ পাত্র এছাড়া আছেন শ্রাবনী সরকার।মিউজিক দিয়েছেন অসীম ও সাহেব।সোমবার বাঘাযতীন এপি স্টুডিওতে শর্টফিল্মটির সাংবাদিক সম্মেলন হয়ে গেল।
সাংবাদিক সম্মেলনে পরিচালক সুশোভন ভান্ডারী বললেন,”জাগো মা শর্টফিল্মটি একটি প্রতিবাদের কথা বলে।আমাদের সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ধরণের যে অন্যায় ঘটছে তারই প্রতিবাদ এই ‘জাগো মা’।এই ভিন্ন ধরণের প্রজেক্টটি দেখা যাবে ৮ তারিখ রাত ৮ টা থেকে।”
শর্মিষ্ঠা গায়েন বললেন,”জাগো মা-র মাধ্যমে আমরা নারীশক্তিকে তুলে ধরবার চেষ্টা করেছি।”