Close

ল্যাকমি’র আয়োজনে অনিরুদ্ধ চাকলাদারের মেক আপ-এর মাস্টারক্লাস

নিজস্ব প্রতিনিধি:নারী সৌন্দর্যের আরো একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের মেকআপ। সেই মেকআপ যত সুন্দর হবে নারী তত বেশি আকর্ষণীয় এবং সুন্দর হয়ে উঠবে। তাই পোশাকের পাশাপাশি নারীদের ক্ষেত্রে মেকআপ একটা বড় অংশ জুড়ে থাকে। আর দুর্গা পুজো মানেই নিখাদ আনন্দ এবং অপরিসীম সাজগোজ। আর সেই দিকটির কথা মাথায় রেখেই ল্যাকমি’র উদ্যোগ আয়োজিত হয়ে গেল এক মেকআপ সেশন। যেখানে বিশিষ্ট এবং স্বনামধন্য মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার স্বয়ং উপস্থিত হয়েছিলেন মেকআপ করাবার জন্য। সাধারণত সিনেমা বা টেলিভিশনের তারকাদেরকে ই অনিরুদ্ধ চাকলাদার তার তুলির টানে সাজিয়ে তোলেন। কিন্তু যেহেতু অনিরুদ্ধ চাকলাদার মতন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট সেই ১৯৯৬ সাল থেকে ল্যাকমির সঙ্গে যুক্ত রয়েছেন তাই তিনি সারা না দিয়ে পারিনি। তাই কলকাতার নিউ মার্কেট চত্বর এর গোল ঘরে আগত বেশকিছু সাধারণ মহিলাদেরকে মেকাপের মাধ্যমে আরো বেশি প্রাণবন্ত এবং সুন্দর করে তোলেন। ল্যাকমি আয়োজিত একদিন ব্যাপী এই অনুষ্ঠানের এদিনের মূল আকর্ষণ অবশ্যই ছিলেন অনিরুদ্ধ চাকলাদার, আর তার হাতে জাদু ছোঁয়া পেতে অনেক সাধারণ মহিলা রাই উপস্থিত হয়েছিলেন।

Leave a Reply

0 Comments
scroll to top