নিজস্ব প্রতিনিধি:কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে সমাজসেবী বিশ্বনাথ ধাড়া হুগলি জেলার নালিকুলে স্টেশনের পাশে নিজ বাসভবনে শ্রী মানব সেবা ট্রাস্ট এর পরিচালনায় “আনন্দ আশ্রম” এর ঊনিশ জন বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যাহ্ন ভোজে পূজোর প্রসাদ খাওয়ালেন ও প্রত্যেককে একটা করে টর্চ লাইট উপহার দিলেন। এই আমন্ত্রণ পেয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকরা আনন্দে আত্মহারা এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেননা। তারা বিশ্বনাথ বাবুর আন্তরিকতা এবং পারিবারিক পরিবেশ পেয়ে জীবন সায়াহ্নে এসে নতুন করে বাঁচার রসদ পেলেন। বিশ্বনাথ বাবু 2019 সালে এদের নিয়ে গাড়ীতে করে দুর্গাপূজায় এলাকার বিখ্যাত ঠাকুরগুলো দেখানোর ব্যবস্থা করেছিলেন। বিশ্বনাথ বাবু জানালেন, তিনি মা-বাবা কে হারিয়েছেন । তাই এই মানুষ গুলোকে সেবার মাধ্যমে তিনি স্বর্গীয় মা-বাবা কে আনন্দ দেবার সাধ পূরণ করছেন। বিশ্বনাথ বাবুর এই উদ্যোগ বৃদ্ধাশ্রমের আবাসিকদের উপহারের টর্চের আলোর মতোই অন্ধকার জীবনে আলোর দিশা দেখাবে।