আনন্দ সংবাদ লাইভ:একটা কঠিন অসুখে জন্য আমরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য বিশ্বের প্রায় সব দেশই লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেমন আমাদের দেশ যাচ্ছে, আর এই লকডাউনের মধ্যে “এক এক্কে এক” তাদের নতুন প্রযোজনা নিয়ে হাজির দর্শকদের কাছে, তাদের এই নতুন প্রযোজনা হল “লকডাউন এন্ড ফ্রেন্ডস”। এটি একটি ভিডিও স্টোরি সিরিজ, এই লকডাউনের মধ্যে আট জন বন্ধুর চারটি আলাদা আলাদা দিনের ভিডিও কলের আড্ডার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই স্টোরি সিরিজ. পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই লকডাউনের জন্য আট জন বন্ধুর জীবনে কি প্রভাব ফেলে তার উপর গড়ে উঠেছে এই সিরিজ । বর্তমান সময়ের রাজনৈতিক পরিবেশের ও ছায়া আছে এই সিরিজে। এছাড়াও সিরিজের মধ্যে অনেক পুরনো গান রিক্রিয়েট করা হয়েছে । রিক্রিয়েট করেছেন রিক অনিরুদ্ধ। এবং রিক্রিয়েট গানগুলির মধ্যে সবথেকে আকর্ষণীয় হল একটি ইতালীয় গান বেলা চাও, যেটি রিক্রিয়েট করেছেন ডেন এবং তার টিম. স্টোরি সিরিজের গল্প ও পরিচালনা করছেন শুভ্রাংশু রায় , এডিটিং এবং মিক্সিং করেছেন সৃঞ্জয় সিনহা রায়, অভিনয় করছেন সাগ্নিক নাগ, দেবজ্যোতি চক্রবর্তী, জয় চ্যাটার্জী, বুধাদিত্য চ্যাটার্জী, অভিষেক মুখার্জি, সৃঞ্জয় সিনহা রায়, গৌরব চৌধুরী, সূর্য। লকডাউন এন্ড ফ্রেন্ডস আপনারা দেখতে পাবেন এক এক্কে এক এর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।