✍️By Ramiz Ali Ahmed
তিনি কেবলমাত্র নাম্বার ওয়ান নায়িকা নন।তিনি শুধুমাত্র অসম্ভব সুন্দরী নন,তিনি একজন অসম্ভব ভালো মনের মানুষ।বলা ভালো তিনি টলিউডের মুসকিল আসানও বটে।তিনি টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত।অভিনেত্রী,নৃত্যশিল্পী, সমাজসেবিকার পাশাপাশি এবার তাঁর হাতের নিপুণ কারুকার্যের সাক্ষর থাকলো প্রদর্শনী ‘রাস’-এর মাধ্যমে (#RAS)।
কলকাতার ইস্টার্ণ মেট্রোপলিটন ক্লাবে ৬ ও ৭ এপ্রিল ধরে চলছে এই প্রদর্শনী।দুপুর ১২ “টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী।
এই প্রদর্শনীতে যেমন রয়েছে ঋতুপর্ণার হাতের বিভিন্ন কাজ,তেমনি রয়েছে বিভিন্ন ছবিতে ব্যবহৃত ঋতুপর্ণার পোশাক।অকশনের মাধ্যমে বিক্রীত থেকে যে আয় হবে সেই অর্থমূল্য যাবে ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায়।
শনিবার ঋতুপর্ণার ‘রাস’ নামাঙ্কিত প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বয়ং, অভিনেতা সোহম চক্রবর্তী,অভিনেত্রী চৈতি ঘোষাল,বাচিকশিল্পী সুজয় প্রাসাদ চট্টোপাধ্যায়,গায়ক আরমান খান, নন্দিনী পাল,গৌতম বরাট,নির্মল চক্রবর্তী প্রমুখ।
এদিন সাংবাদিক সুমন গুপ্ত’র লেখা সুচিত্রা সেনের জীবনী ঋতুপর্ণা সেনগুপ্তর হাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।তাহলে আর দেরি কেন আজই ঘুরে আসুন ‘রাস’ প্রদর্শনীতে।