Close

রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মবার্ষিকী স্মরণে জীবন জ্যোতি রত্ন ২২ সম্মান প্রদান

নিজস্ব প্রতিনিধি: বাংলা শিল্পী-সাহিত্যিক-সমাজকর্মী-সাংবাদিক সমন্বয় সমিতির উদ্যোগে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নবজাগরণের পথিকৃৎ ,সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মবার্ষিকী শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো। এই অনুষ্ঠানে এই বঙ্গের কিছু বিশিষ্ট ব্যক্তিকে ‘জীবন জ‍্যোতি’ সম্মানে ভূষিত করা হল।অনুষ্ঠানে রামমোহন রায়ের উপর আলোচনার সূত্রপাত করেন সাংবাদিক নৌশাদ মল্লিক এবং বিস্তারিত আলোচনা করেন সারা ভারত ‘বাংলা ভাষা মঞ্চে’র সম্পাদক নীতিশ বিশ্বাস ও অধ্যাপক মদন চন্দ্র করণ।স্বাগত ভাষণ দেন সাংবাদিক মিলন বসু,সংগীত ও কবিতা পাঠ করেন চিন্ময়ী বিশ্বাস। জীবন জ্যোতি রত্ন ২০২২ সম্মান গ্রহণ করেন প্রবীণ সাংবাদিক নৌশাদ মল্লিক,আইনজীবী দীপ্তি ভানু দত্ত,অভিনেত্রী তিয়াসা মুখার্জী, গবেষক নীতিশ বিশ্বাস, অভিনেতা বিশ্বজিৎ দত্ত, কৌশিক সরকার, কবি অলোক ব্যানার্জি,অশোক দাস ও কবি-সম্পাদিকা চিন্ময়ী বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী প্রদীপ বড়াল।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top