Close

মিউজিক ভিডিয়োর শুটিং


নিজস্ব প্রতিনিধি: রীদবি এন্টারটেইনমেন্ট এর উপস্থাপনায় মন্দারমনির সি স্টার স্পা রিসোর্ট এ লো ফির ইয়াদ আগায়ীর মিউজিক ভিডিওর শুটিং হয়ে গেল।
এই মিউজিক ভিডিওটির পরিচালক ঋক। প্রযোজক প্রেম ঝা। সঙ্গীত পরিচালক ছিলেন রঙ্গন চ্যাটার্জী,ক্যামেরায় আশিষ হালদার। আর মুখ্যভূমিকায়
অভিনয় করেছেন ঋক এবং সৌমী দাস।পুরো শুটিং টা হয়েছে মন্দারমনির বিভিন্ন জায়গায়। পুরো শুটিং টায় হয়েছে কোভিড বিধি মেনে হয়েছে।।

Leave a Reply

0 Comments
scroll to top