Close

মানুষের পাশে

আনন্দ সংবাদ লাইভ :লকডাউন এবং আমফান দুর্যোগে সাধারণ অসহায়ের পাশে উত্তর কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ এর সভাপতি বিশ্বজিৎ দে এর নির্দেশে ২ নং ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ এর কার্যকরী সভাপতি দেবাশীষ বিশ্বাস দমদম স্টেশন এবং বেদিয়া পাড়া চত্ত্বরে অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিলি করল। দেবাশীষ বিশ্বাস জানালেন, “রাজনীতি বাদ দিয়ে এখন অসহায়,দুঃস্থদের পাশে দাঁড়ানোর সময়। যতদিন লকডাউন চলবে আমরা সাধ্যমতো অসহায় দুঃস্থদের পাশে থাকবো। তাদের এহেন উদ্যোগ কিছুটা স্বস্তি ফিরিয়েছে অসহায় পরিবারগুলিতে।”

Leave a Reply

Leave a comment
scroll to top