আনন্দ সংবাদ লাইভ:দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রবেশদ্বার ঢোলা।কুলপি ব্লক অধীনস্থ গ্রাম ঢোলা।ঢোলাহাট থানার সন্নিকটেই অবস্থিত ঢোলা হাই স্কুল।এই স্কুলেরই ছাত্র জিদান মোল্লা এবছরের মাধ্যমিকে বেশ সাড়া জাগানো রেজাল্ট করলো।এই অঞ্চলে সেরকম কোনো গৃহশিক্ষকের সুবিধা না থাকলেও, সমস্ত প্রতিকূল পরিস্থিতি পার করে জিদান এবারে মাধ্যমিকে পেল ৬৫১ নম্বর।অর্থাৎ ৯৩ শতাংশ।বাংলায় পেয়েছে ৯৫,ইংরেজিতে ৯২,গণিতে ৯৯,ভোতবিজ্ঞানে ৯১,জীবন বিজ্ঞানে ৯৪,ইতিহাসে ৮৫,ভূগোলে ৯৫ ।ঢোলা হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লস্কর জিদানের রেজাল্টে খুব খুশি।তিনি বলেন,”জিদানের রেজাল্টে আমরা খুব খুশি।জিদান ভালো ছাত্র তো বটেই আর খুব ভদ্র।” স্কুলের সহ প্রধান শিক্ষক অসিত বরণ ময়রা ফোনে বললেন,”আমাদের স্কুলের সার্বিক রেজাল্টও খুব ভালো হয়েছে।জিদানের জন্য গর্ব বোধ করছি।আশা করছি ভবিষ্যতে ও আরো অনেক বড় হবে।”পেশায় ব্যবসায়ী জিদানের বাবা জামাল সাহেব ছেলের রেজাল্টে খুব খুশি।মা গৃহবধূ,কিন্তু ছেলের পড়াশুনার প্রতি ছোট থেকেই খুব খেয়াল রাখতেন।এই স্কুলেরই ছাত্রী সাবিয়া তামান্নুমের প্রাপ্ত নম্বর ৬২৭ । ৬২২ পেয়েছে সাকলাইন শাহবাজ মোল্লা।আফজল মির পেয়েছে ৬১০।রিজুয়ানা পারভিন পেয়েছে ৬০৭ নম্বর।স্কুলের বহু ছাত্রছাত্রী স্টার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।