Close

মর্ডান গ্লাস হাউসে বাংলা নববর্ষের শুভ হালখাতা

হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা তেতুলতলা মর্ডান গ্লাস হাউসে বাংলা নববর্ষের শুভ হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
এতদ এলাকায় এই ধরনের মনোজ্ঞ হালখাতার অনুষ্ঠান সচরাচর চোখে পড়ে না।
মর্ডান গ্লাস হাউস এর কর্ণধার শেখ বাদশা ও শেখ রাজা জানান কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভরম্ভ হয়। এই অনুষ্ঠান উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঞ্চালক ও স্বনামধন্য শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন,
মাওলানা আবু নাসের, বিশিষ্ট সমাজসেবী হাজী সেখ সিরাজুল হক, শেখ মুন্না সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Leave a Reply

0 Comments
scroll to top