নিজস্ব প্রতিনিধি:পুজো আসতে আর বেশি দিন বাকি নেই।আর পুজো মানে পুজোর গান থাকবে।সঙ্গীত প্রিয় শ্রোতারা অপেক্ষা করে থাকে পুজোর গানের জন্য। এই পুজোয় ড্যাফোডিল ইনকর্পোরেট নিয়ে আসছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য এবং ঝুমকি সেনের পুজোর নতুন গান।গানটি আবার শোনা যাবে শহরের কুড়িটা বিখ্যাত দুর্গা পুজো প্যান্ডেলে।
এবার পুজোয় মনোময়-ঝুমকির নতুন গান বাজবে বিভিন্ন পুজো মণ্ডপে
যেমন নলিন সরকার সার্বজনীন, নবীন সংঘ, হাতিবাগান সার্বজনীন, নর্থ ত্রিধারা, যাদবপুর শ্যামাপল্লী এই রকম প্রায় কুড়িটি মণ্ডপে বাজবে এই নতুন গান।গানটির কথা লিখেছেন শুভ দাশগুপ্ত।সুর করেছেন কল্যাণ সেন বরাট।
পুজোয় গান দুটোর আনুষ্ঠানিক প্রকাশ হল শনিবার কলকাতার একটি নামী হোটেলে।উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট,শুভ দাশগুপ্ত, মনোময় ভট্টাচার্য,ঝুমকি সেন ও ড্যাফোডিল ইনকর্পোরেটের কর্ণধার রুদ্র সেন,পন্ডিত মল্লার ঘোষ প্রমুখ।