নিজস্ব প্রতিনিধি:ভাবনা আজ ও কাল-এর নতুন নিবেদন ‘কথামানবী’ সম্প্রতি অনুষ্ঠিত হল কলকাতার আই সি সি আর প্রেক্ষাগৃহে । টলিউদের রানী ঋতুপর্ণা সেনগুপ্তর নৃত্য এবং পাঠে জমজমাট হয়ে উঠল এই সন্ধ্যা ৷
পশ্চিমবঙ্গের মহিলা কারুশিল্পীদের সহায়তায় এই উদ্যোগ নিল ঋতুপর্ণা সেনগুপ্তর সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ ।
অনুষ্ঠানে ছিল রবীন্দ্রসঙ্গীত, নৃত্য এবং রচনা পাঠ ৷
এই আয়োজনেরই একটি অংশ ছিল ‘হৃদয় আমার নাচে রে’-নামক একটি অনুষ্ঠান ৷সেখানে পাঠে ছিলেন বিখ্যাত অভিনেতা ও বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ৷
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ‘কথামানবী’ । যার ভিত্তি রবি ঠাকুরের ‘লিপিকা’ এবং অন্যান্য লেখা ৷
এই অনুষ্ঠানে নৃত্যপরিবেশনা করেন করেন ঋতুপর্ণা স্বয়ং ৷
ঋতুপর্ণার কথায়,” ‘কথামানবী’ ‘ভাবনা আজ ও কাল’- এর একটা ইউনিক প্রযোজনা । এই প্রতিষ্ঠান আমার খুব কাছের । মানুষের ভাবনা থামে না । ভাবনা চলমান । ভাবনা চলতেই থাকে । এই প্রতিষ্ঠান আমার অন্তর থেকে তৈরি করা ৷ নতুনদের সুযোগ দেওয়া, গুণীদের সংবর্ধিত করা হয় এখানে । অন্যকে সহায়তা করার শিক্ষা আমি আমার পরিবার থেকেই পেয়েছি । খুব সুন্দর একটা অনুষ্ঠান দর্শককে উপহার দিতে পেরে আমি এবং আমরা খুশি এবং এটা আমাদেরই প্রাপ্তি ৷ যে আমরা সবাইকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছি দর্শককে ।”
তিনি আরও জানান, তাঁর বাড়ি থেকে তিনি এই শিক্ষাই পেয়েছেন যে মানুষের পাশে দাঁড়াতে হয় ৷ তাই এই প্রতিষ্ঠানও কোভিডে নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছে ৷
এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের ৷
গানে ছিলেন শ্রবন্তী বন্দ্যোপাধ্যায়, প্রাক-সঙ্গীত পরিবেশন করেন অদিতি গুপ্ত ।
এমন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী দত্ত, শতরূপা সান্যাল,জয়দীপ মুখোপাধ্যায়,রাহুল বর্মন,শুভম সহ আরও অনেকে। একই সঙ্গে নিজের নতুন ওয়েবসাইট রিস্তা-ও লোগোও এদিন সামনে আনলেন ঋতুপর্ণা ৷