Close

বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো পরিক্রমার বাচিক সন্ধ্যা



কেকা আইচ


“এসো, কবিতায় হোক বন্ধুতা”
এই ছিল সম্প্রতি বাংলা একাডেমি তে আয়োজিত পরিক্রমার মূল মন্ত্র। পরিক্রমার কর্ণধার মধুছন্দা তরফদার এর উদ্যোগে অনুষ্ঠিত হলো। এইদিন অনুষ্ঠিত এইদিন নক্ষত্র খচিত সন্ধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী বিজয়লক্ষী বর্মন, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি, সাংবাদিক অলক প্রসাদ চট্টোপাধ্যায়, সাহিত্যিক পৃথীরাজ সেন, অভিনেতা সন্দীপ দে, সাংবাদিক ও কবি ইন্দ্রজিৎ আইচ সহ আরো অনেকে। সকলেই কবিতা পাঠ করেন ও সংবর্ধিত হন।এবং পরিক্রমার কর্ণধার মধুছন্দা তরফদার এর ভূয়সী প্রসংশা করেন এই সুন্দর উদ্যোগের জন্য। মূলত ছোটোরাই ছিলো এই কবিতা সন্ধ্যার মূল আকর্ষণ। ভুতের পাঁচালি কোলাজ এ অংশ নেয় প্রীতম,দেবাঙ্গনা, শ্রেয়ান, অভিনীথ, আলাপন, তননিষ্ঠা, অঙ্কিতা ও সূরজাংশী। ছড়ায় ছড়াছড়ি তে নজর কারে অনেক কচিকাঁচারা।মানুষ মানুষের জন্য ও নীরব প্রেম এই সবেতে অংশ নেয় সৃজিতা, দেবদূতা, অদূতা, বন্দনা, ইন্দ্রজিৎ, মুনমুন, সঞ্চিতা, অর্পিতা, সুজাতা, করবী, দোলা, শ্যামলী, মৌসুমী, নবদিতা, হৈমন্তী সহ আরো অনেকে। একক কবিতা পাঠে নজর কারেন সীমিকা রায়, পিনাকী রায়, অংশুমান চক্রবর্তী, শুভঙ্কর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ মন্ডল, অমৃতা ভট্টাচার্য প্রমুখ।বাচিক স্বজন পরিবেশন করেন
ভালোবাসা কারে কয়। শ্রুতি নাটক পেখম পরিবেশন করে
প্রদীপ ভট্টাচার্য ও সোমা আইচ। আবহ করেন শুভ্র সেনগুপ্ত। সঞ্চালনায় ছিলেন শুভজিত সরকার ও সোহিনী ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পরিক্রমা(কল্যাণী)র প্রধান বিশিষ্ট বাচিক শিল্পী ও আবৃত্তিকার মধুছন্দা তরফদার। সেদিনের পুরো কবিতা সন্ধাটি এক কথায় অসাধারণ হয়ে ওঠে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top