Close

প্রকাশ পেল নতুন হিন্দি মিউজিক ভিডিও ‘হোটো পে বাস তেরা নাম হো

নিজস্ব প্রতিবেদক:প্রকাশ পেল নতুন হিন্দি মিউজিক ভিডিও ‘হোটো পে বাস তেরা নাম হো'(Hothon Pee Bass Tera Nam Ho )।
SAF Entertainmentএর উপস্থাপনায় মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন অমরেশ নস্কর, আর্সাফ সরকার ও শুভদীপ চক্রবর্ত্তী।গানটিতে কণ্ঠ দিয়েছেন সহেলি চক্রবর্তী ও সতীনাথ চট্টোপাধ্যায়।

মিউজিক ভিডিও অ্যালবামটি পরিচালনা করেছেন শুভদীপ চক্রবর্তী ।

মিউজিক ভিডিওটিতে অভিনয় করছেন অর্ক সরকার ও রীতি চৌধুরী।অর্ক সরকার এর আগে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন । দেবের সাথে ‘দুজনে’ এছাড়া ‘বাই সাইকেল কিক’, ‘ব্ল্যাকমেল’ ইত্যাদি ছবিতে অভিনয় করেন । রীতি চৌধুরী অভিনেত্রী হিসাবে বেশ উল্লেখযোগ্য কাজ করেছেন।


গানটি লিখেছেন ও কম্পোজ করেছেন রক্তিম ।মিউজিক ভিডিওটির দৃশ্যগহন করেছেন অভীক দাস।

Leave a Reply

0 Comments
scroll to top