Close

পুস্তক সমালোচনা:”এক নদী,দুই কূল”

পেশায় শিক্ষক শ‍্যামসুন্দর মালিকের নেশা সুস্থ সংস্কৃতিতে। নাটক লেখা, নির্দেশনা ছাড়াও তাঁর আর একটি নেশা কবিতা লেখা। ভালো লেখেন। কম বয়সে পিতৃহীন শ‍্যামসুন্দরকে মা ও ভাইবোনের জন্য কম বয়স থেকেই বিভিন্ন কাজ করতে হয়েছে। তিনি সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে জানেন। সুন্দর রুচির শ‍্যামসুন্দরবাবুর এক নদী দুই কূল কাব‍্যগ্রন্থ হাতে পেয়ে পড়লাম বিভিন্ন ধরণের কবিতা। সব কবিতাগুলি পড়ে ভালো লাগল।
দেশ প্রকাশন থেকে প্রকাশিত সুন্দর মলাটের সুন্দর প্রচ্ছদ চিত্রের এই পুস্তক নজর কাড়তে পারে পাঠকমহলে ―
এই আশা রাখা যায় –

রিভিউ:পিয়াসী মল্লিক

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top