Close

‘পার্সেল’ এবার মেলবর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনিত

By Ramiz Ali Ahmed

ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্বাশ্বত চট্টোপাধ্যায়,অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য,প্রদীপ মুখোপাধ্যায় অভিনীত ব্যতিক্রমী গল্প নিয়ে ছবি ‘পার্সেল‘ এবার মেলবর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনিত হল।২০২০-র মার্চে মুক্তি পাওয়া ‘পার্সেল’ ছবিতে নন্দিনীর চরিত্রে ঋতুপর্ণা ও সৌভিকের চরিত্রে শাশ্বত দর্শক মনে দাগ কেটেছিল।কিন্তু কোভিড১৯-এর জন্য সারা দেশে লোকডাউন হয়ে যাওয়ার জন্য ছবিটি অনেকে দেখতে পাননি।তাই ১৫ই অক্টোবর ছবিটি রি রিলিজ হতে চলেছে।ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন,”এই নিয়ে তৃতীয়বার আমার ছবি IIFM-এ মনোনীত হল।প্রথমবার ‘রাজকাহিনী‘,গতবছর ‘আহারে‘ আর এবছর ‘পার্সেল‘।আমি খুব আনন্দিত।এটা আমাদের কাছে একটা বড় পাওনা।১৫ অক্টোবর ছবিটি রি রিলিজ হতে চলেছে।চাইবো সেফটি মেজরস নিয়ে দর্শক আবার হলে ফিরে আসুক।

Leave a Reply

Leave a comment
scroll to top