Close

পঞ্চাশে শচীন

✍️অর্পণ সেনগুপ্ত

১০০ টি সেঞ্চুরির মালিক বিশ্বের একমাত্র ক্রিকেটার শচীনের ৫০তম জন্মদিনে তিনি ভেসে গেলেন অভিনন্দনের ঝরনায় । অবসরোত্তর জীবনের ১০ বছর পেরিয়ে গেলেও তাকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ কমেনি বিশ্বের । বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ।

১৯৭৩ এ তৎকালীন বোম্বাইয়ের এক মারাঠি লেখক রমেশ তেন্ডুলকারের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন । ১৯৮৯ এই মাত্র ১৬ বছর বয়সে একটি টেস্ট ম্যাচের দ্বারা তিনি তাঁর ক্যারিয়ারের অভিষেক ঘটানোর মাধ্যমে বিশ্বকে তার অস্তিত্বের জানান দিয়েছিলেন । ১৯৯০ থেকেই ভারতীয় ব্যাটিংয়ের দায়ভার তুলে নিয়েছিলেন নিজের কাঁধে ।

সর্বসাকুল্যে , মোট ২৪ বছরের ক্রিকেটীয় ইনিংসে তিনি গড়েছিলেন অসংখ্য রেকর্ড । ৪৬৩ টি ওয়ানডেতে ১৮,৪২৬ রান এবং ৫১টি সেঞ্চুরি সহ ২০০টি টেস্টে করেন ১৫,৯২১ রান । প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০০০০ রান করার অনন্য রেকর্ডও রয়েছে তারই ঝুলিতে । ১৯৯২ তে বিশ্বকাপে অভিষেক হওয়ার পরে খেলেছিলেন মোট ৬টি বিশ্বকাপে । যার মধ্যে তার শেষবারের বিশ্বকাপে অর্থাৎ ২০১১ তে পূরণ হয়েছিল তার অধরা স্বপ্নটি । মুম্বইয়ের ওয়াংখেড়েতে কুলাসেকরার বলে ছক্কা মেরে দেশকে দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফির মুখ দেখিয়েছিলেন ধোনি । কোটি কোটি মানুষের সাথে পূরণ হয়েছিলো শচীনের বিশ্বকাপ জয় । ফাইনালের পরে স্টেডিয়ামেই সতীর্থদের কাঁধে চেপে প্রদক্ষিণ করেছিলেন তিনি ।
২০০৮ থেকে ২০১২ অব্দি মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক থাকাকালীন আইপিএলের ইতিহাসে একটি সেঞ্চুরি সহ করেছিলেন ২০০০ রান । সবশেষে আইপিএলের শেষ ম্যাচটি খেলছিলেন ২০১৩ তে রোহিত শর্মার অধিনায়কত্বে । তারপরেই তিনি তার গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন । ২০১৪ তে সর্বোচ্চ সন্মান ভারতরত্নে ভূষিত হন । তার খেলা ছাড়ার পরেও এখনো তিনি ভারতের তরুণ প্রজন্মের কাছে আইডল হয়েই রয়েছেন । পুত্র অৰ্জুনের খেলা দেখতে এলে তিনি স্টেডিয়ামে এলে এখনো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে ” শচীন শচীন ” ধ্বনিতে ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top