Close

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির

আনন্দ সংবাদ লাইভ :নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার পাণ্ডুয়া জোনের অন্তর্গত ইটাচুনা চক্রের উদ্যোগে আজ ওড়ারডাঙ্গা, দাবরা,রামেশ্বরপুর, চাঁদপুর অঞ্চলের প্রায় ৬০টি দুঃস্থ অসহায় অভিভাবক পরিবারের হাতে ডাল, তেল,সোয়াবিন,চিড়ে সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তৈরি ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জয়দেব ঘোষ,জেলা কমিটির নেতৃত্ব সুনীল বাস্কে,অশোক দাস,গৌরাঙ্গ বাহক,চক্র সম্পাদক করণ মুর্মু, রুহুল আমিন,সুভাষ মালিক,সৌমি ভট্টাচার্য্য,গৌতম মৃধা সহ শিক্ষক নেতৃত্ব । আজ শুরু হলো আগামী দিনে এমন কাজ চলবে বলেই জানান চক্র সম্পাদক।

Leave a Reply

Leave a comment
scroll to top