Close

ধনিয়াখালীর মামুদপুরে অন্নপূর্ণা পূজায় সম্প্রীতির বাতাবরণ


শেখ সিরাজ:বসন্তের আগমনে প্রকৃতি নানা রঙে নানা সাজে সাজিয়েছে তার স্বরূপ কে।এই মন মুগ্ধকর পরিবেশে পাঁচ ই এপ্রিল শনিবার ধনিয়াখালীর মামুদপুরে শ্রী শ্রী ৺ অন্নপূর্ণা মাতার পূজা মহাসমারহে হয়ে গেল ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় এর উদ্যোগে।সেবা ধর্মে নিযুক্ত হওয়ার জন্য এয়ার ফোর্সের চাকুরি থেকে অবসর করার পর পাঁচ বছর ধরে জা৺কজমকের সাথে দরিদ্র নারায়ণ সেবা সমস্ত গ্রামবাসী সমাজসেবী বন্ধু, আত্মীয়-স্বজন ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকেন।

হিন্দু মুসলমান, গরীব দুঃখী এই অন্য ভোগে উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে।শুভাশিস মুখোপাধ্যায়ের বাবা পরলোকগত শিক্ষক শক্তিকান্ত মুখোপাধ্যায় সমাজসেবা ও সম্প্রীতির প্রেরণা জুগিয়েছেন।মানুষের সেবার জন্যই আজ এত বড় মহাযজ্ঞ ও এত বড় অনুষ্ঠান।এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক নওশাদ মল্লিক, বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, লায়ন্স ডিস্ট্রিক কোঅর্ডিনেটর অরূপ কুমার গাঙ্গুলী, জন চেয়ারপারসন লায়ন সোমনাথ চক্রবর্তী,লায়ন নবকুমার কোলে,লায়ন দীপক কুমার শিকলি প্রমূখ। ধনিয়াখালী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই অন্নপূর্ণা পূজা ও উৎসব।

Leave a Reply

0 Comments
scroll to top