Close

ধনিয়াখালিতে নেতাজী সংঘের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান


শেখ সিরাজ: ৩ নভেম্বর রবিবার শুভ ভাতৃদ্বিতীয়ার মহোৎসবে সন্ধ্যায় ধনিয়াখালির সোমসপুর নেতাজী সংঘের (জেলেপাড়ায়) উদ্যোগে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও সোমসপুর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলক দেশমুখ।

সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদিক ও টেলিফিল্ম পরিচালক নৌসাদ মল্লিক,সংবাদিক ও কবি শেখ সিরাজ। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী সুরজিৎ চ্যাটার্জী,সৌরভ পাত্র,অজয় পোড়েল,বাবলু বাগ,রমেশ তেওয়ারী প্রমুখ।

ত্রিবেণী জিনেক্স অর্কেস্টার শিল্পী নৈরিতা রায় সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এছাড়াও উজ্জ্বল মুখার্জী এবং রক স্টার খ্যাত মুন ভিন্ন স্বাদের সঙ্গীত পরিবেশন করে দর্শক – শ্রোতাদের মাতিয়ে তোলেন।নৃত্যে তনুশ্রী মুখার্জী , স্নিগ্ধা দেশমুখ ,পৃথা পাত্র দর্শকদের প্রশংসা লাভ করেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট অভিনেতা ও হরবোলা শিল্পী হারাধন দাস ও সঞ্জীব ধাড়া ।এই অনুষ্ঠানটিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।


Leave a Reply

0 Comments
scroll to top